এই থমকে থাকা শহরে
রিপন রায়
বিশ্ব আজ মহামারী আতঙ্কে ভুগছে
চলছে না গাড়ি সমস্ত রাস্তাঘাট ফাঁকা
চারিদিক স্থবির কোথাও কারো নেই দেখা।
শহুরে কুকুরগুলো আজ নিরুপায়
চলছে বিরামহীন ঘুম খাদ্যের অবসান
যেখানে সেখানে নেই নোংরা পরিবেশ
পরিত্যক্ত খাবার আসেনা ডাস্টবিনে।
বদলে গেছে আধুনিক শহরের চিরচেনা রূপটি
বদলে গেছে জনকোলাহলপূর্ণ অলিগলি
রাস্তা ব্লক করে বাচ্চাদের ক্রিকেট খেলার
আওয়াজে বিরক্ত হয় না আজ-
পুরোনো দিনের গান শোনা পাশের বাসার
বৃদ্ধ লোকটি ।
পাশে খুঁজে পাওয়া যায় না চেনা-অচেনা
পরিচিত মুখটি ।
পড়ে থাকা বেওয়ারিশ লাশের গন্ধ নেই,
নেই রক্তাক্ত লাশের পরিচিতির চুলচেরা বিশ্লেষণ।
চায়ের কাপে চুমুক দিতেই কাগজের হেডলাইনে
ভেসে ওঠেনা চুরি ডাকাতি খুনের চিত্র ।
যান্ত্রিক শহর আজ নিস্তেজ এক প্রাণ
কোথাও কেও নেই, এই থমকে থাকা শহরে।
বিশুদ্ধ বাতাস বয়ে যায় এপাশ ওপাশ
এ যেন এক স্নিগ্ধ শীতল স্বর্গীয় উদ্যান ।
ল্যাম্পস্টের বাতিগুলো জলে থাকে অপলক
বাড়ির দরজায় পৌঁছে দেবার পায়না কাউকে।
পাগল-ভিখারী-জনম দুঃখী ছেলেটিও আসেনা,
তার ছায়ায় বসে কুড়িয়ে পাওয়া
এক টুকরো রুটি ছিড়ে খেতে।
আসে না বাস্তুহারা পথশিশুটি
একটু শান্তির ঘুম ঘুমোতে।
রচনাকাল :: ০৭/০৪/২০২০