ইস্ কে কেমনে দংশিল
ইহলোক নারীর দর্প
ভাবিয়া আজ ক্ষুন্ন এ হৃদয়।
অষ্টক প্রহরী যার
নবরত্ন সুধাকর
অম্লান বদনে করে
গুনের প্রচার।
নীল নীলাম্বর কভু হয়নি যার
এক চুল ভুলে সম্মুখ পান
যোগী হারায় তার ধ্যান-
দেখে, মনে হয় ধোপা তার
নিত্য করিছে ধোপান।
চপলা চঞ্চলা ইন্দুবীর আঁখি
অধরে মিলিছে সুরা রাখি।
চিকন চটক কেশ
অঙ্গে ধরিছে বেশ।
হে ভবেশ,কার হেন সাধ্য
যে কুলগ্ন ধরিছে রমনীর-
সারা অঙ্গে।
কোন সে কুলাঙ্গার হেরিছে-
রমনীর রুপ। তব সঙ্গে
মিলিত যদি স্বয়ং সাক্ষাৎ
একবার হায় একবার।
তবে তব জিজ্ঞাসিতাম-
ইহলোক নারী সে,
আছে কি কোন তব তফাৎ ?
তবু মানব মন কেন আজও-
কুৎসিত কদাকার ?
রচনাকাল ঃ ০৫-০৯-২০০৯