দখিনা বাতাসে হরেছে হৃদয়
বসন্তে দেখি সোনার ছবি
গাছে গাছে ফুল
তোমার এলো চুল
ভেসে আসে কালো জলে ।
মাঝি গায় গান
ব্যাকুল এ প্রাণ
দেখি জলে ভাসা চাঁদ বদন মুখ ।
তোমার পরশে হিয়ার স্বরসে
তাতেই যত সুখ ।
জ্বলে মিটিমিটি তারা
দেখি প্রিয়ার চেহারা
জলে ভাসা পদ্ম যেমন ।
উড়ে যায় বক পঙ্খী
যায় দূরে দূরে
মনটা আমার যায় তোমার
যায়রে তোমার নীড়ে ।
মন আমার মানেনারে
বোঝে না কোনো গান
লণ্ঠন হাতে নিশি প্রভাতে
আমি যে তোমারই মেহমান ।।
রচনাকাল : ১২/০৩/২০১৯
রচনার সময় : ১২ : ৪২ মিনিট (রাত) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :১৮/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।