চন্দনা-রঞ্জনা
            'রিপন রায়'

ওগো চন্দনা,
রঞ্জনা হয়ে থেকো এই হৃদয়ে ।
বুড়ির সুতো হয়ে উড়ে এসে
জড়িয়ে দিও হিমেল চাদর
            একটু ভালবেসে ।
ওই মিষ্টি মুখ যেন -
সোনালী আকাশে সোনা ঝরা রোদ।
দেখে মনটা আমার ভরে ওঠে
নিঃশেষ হয়ে যায় শত শোক।
মাথার কেশরে গুঁজে দেবো
পদ্মভিলার বকুল ফুলের মালা
পরজনমে করি এই প্রার্থনা
তুমি রাই আমি হবো কালা।
পাগল রিপন কয়
                শোনো মনোরঞ্জন
রঞ্জনা তোমারে কভু
              ভুলিবার পারে নাই।।

রচনা কাল:২৯/০৮/২০১৯