মাগো ! ওমা, শুনছো মা
আমি তোমার লক্ষ্মীসোনা
শোনো না আমায় একটিবার
বলছিতো করবোনা দুষ্টুমি
যা বলবে সব শুনব আমি
দুপুর হলে আর যাবোনা
ও পাড়ার রাম রহিমের সাথে
শাস্তি দিও যত,নেবো মাথা পেতে
রাতের খাবার বন্ধ দিও না হয়
চুপটি করে না থেকো
মিষ্টি হেসে একটু আমায়
মাগো খোকা বলে ডেকো।
তোমার হাতের মাখা ভাতে
বড়ই যে স্বাধ পাই
তোমার মত মায়ের আদর
কোথাও গেলে কি আর পাই!
মাগো আমি তোমার দুষ্টু ছেলে
নয়নের মনি বুকের ধন
মাগো আমি তোমার ব্যাথায়-
ব্যাথিত মোর প্রাণ।
মাগো তুমি বলতে পারো ?
দুনিয়াতে তোমার মত কে আছে আপনজন!


রচনাকাল ঃ ১৬/১১/২০১৯
স্থান ঃ যশোহর