বিড়ালের উপবাস
রিপন রায়
হ্যালো হ্যালো হ্যালো
কে বলছেন ভাই ?
ফোনটা রিসিভ করে আমি
বিড়াল বলছি, হাই !
পেটের আভাস ক্ষুধা নাকি
কি করলে তার উপায় ।
গর্তের মুখে বসে আছি
চোখের দেখাও নাই।
বলোতো ভাই কি করি উপায় !
মনে করলাম খাবো রেঁধে
মসলা দিয়ে ভাই।
মনের ইচ্ছা মনেই রইল
উপবাস রইলাম তাই।
সরি, ফোনটা রাখলাম এবার ভাই!
রচনা কাল: ২৩/০৬/২০০৯