সম্মুখে সবুজের খেত
দখিনা বাতাসে মাথা নাড়ায়
গায়ে গা ঘেঁষে
পরম আবেশে ।
পাশাপাশি দুজন
মাথায় ঠেস্ দিয়ে বসে
আবেগে আপ্লুত হৃদয়
ভালোবাসার রঙে ভেসে ভেসে ।
শুধু স্বপ্ন আর বাস্তবতার
গল্প বুনি।
কত স্বপ্ন আসে কত স্বপ্ন ভাসে
অনুভবের আঙিনায়
কত স্বপ্ন চলে যায় সরস পাখির চোখে
কিছু স্বপ্ন রয়ে যায়
বালি হাঁসের ডানায়
চিত্রা হরিণের চোখে ।
আবছা আবছা কানে ভেসে আসে
শুনি প্রভাত ফেরীর গান
ভেঙে যায় স্বপ্ন-
জেগে দেখি তুমি নেই পাশে
ভেঙে যায় স্বপ্নের বাসর।
রচনাকাল : ১৭/০৩/২০১৯
রচনার সময় : ৯ : ২৪ মিনিট (রাত) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :২৯/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।