তোমার দেওয়া অভিশাপে জর্জরিত আজ আমি
দেখার নাই কেহ এই অধমেরে।
তোমার দেওয়া অভিশাপের পর থেকে কেন জানিনা বিপদ আমার পিছু ছাড়ছে না ।
মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি আজ
যার কারণ খুঁজে না ফিরিলেও
মন ভেবে পায় তোমাকে ।
অনেক পথ হেঁটেছি তোমার সাথে
ক্লান্তির শেষ নিঃশ্বাস ছাড়িনি তবুও
ক্লান্তিহীন পথের শেষে ।
কিন্তু তোমার দেওয়া অভিশাপ আজ আমাকে-
খুঁড়ে খুঁড়ে নিঃশ্বেষ করে দিচ্ছে ।
হয়তোবা আর বেশি দিন নেই এই পৃথিবীর মায়াজালের অধরে মেখে ।
মিশে যাবো পৃথিবীর তেপান্তরের ওপারে দূরে আরো বহু দূরে ।.............।
রচনা কাল: ৩০/১০/২০১৯