শহরের মেয়ে
ভালোবেসেছিল আমায়
প্রতিদিন দেখা হত
রাস্তার পাশের বারান্দায়
তার দুটি চোখে
যেন শ্রীনদীর বাকে
বয়ে চলে স্রোতধারা
নিশি প্রভাতে
কাছে নয় তফাতে
না পেলে দিশেহারা
দিন দিন প্রতিদিন
একালে সে সঙ্গিহীন
নিঝঝুম নিরালায়
মন চায় সঙ্গপানে
যেন বন্ধি দশায়
বাসাতো নয় যেন খাঁচায়
একালে বন্ধু বিহনে।
মাথায় ঝাকড়া চুল
গড়নে নেই ভুল
ঈশ্বরে করি প্রণাম।
রূপের কি করি বর্ণন
আমি রায় রিপন
মুগ্ধ কবি ধাম।
গড়নে মাটির দেহ
আগে যেন দেখিনি কেহ
যেন অলঙকার বেমানান
ঈরনে মরার বসন
কবির হায় থামে রচন
বসুমতি করে আত্মদান।।
রচনাকাল : ৩১-০১-২০১৩
প্রকাশকাল : ৩০-১১-২০১৮
(যশোর)