আর কত কাদিলে তোমার
রিপন রায়
আর কত কাদিলে তোমার
থেমে যাবে ওই কালো হাত
আর কত মরিলে তুমি
মারিবে না আমার জাত পাত
তোমার চোখের দৃষ্টিতে কি
এতটুকু নেই মানবতা ?
তুমি যদি হও মানুষ
আমাকে ভাবো কেন পশু
এটাতো নয় মানবতার পরিচয় ।
তোমার দেহে আছে রক্তমাংস
দুশো(২০৬) ছয়খানা হাড়
জন্ম মোদের এক মাতৃগর্ভে
পরিচয় এক পিতার।
ধর্ম আমরা করেছি আলাদা
পিতৃপুরুষের পরিচয়ে/আদলে
ভেবে কি দেখেছো কখনো
তুমি যা করো তোমার
আমি আমার মতন
বিজ্ঞান বলেনি মিছে কথা
হচ্ছে কি না আজ তার যথা-তথা।
সংস্কৃতির কেন বিকৃতি ঘটিয়ে
করছো যে সমাজের ধ্বংস
ওরে মানুষ মনের মানুষ
মানুষ হ্ আর একবার
ধ্বংসলীলার স্তূপ ছেড়ে
তৈরি হ্ মানুষ গড়ার কারিগর ।
রচনাকাল :: ২৮/০৭/২০১৯ ইং
প্রকাশকাল : ০৩/১২/২০১৯ > যশোর বেজপাড়া।
রচনার সময় : মিনিট (০২:১৩ বিকাল)>যশোর বেজপাড়া।