আমি পথ খুঁজছি
রিপন রায়
মাঝে মাঝে মনে হয়
ছুটে বের হয়ে যাই
যতই বাঁধা বিপত্তি আসুক
যতই আসুক সামনে কাঁটা
- তারের বেড়া
আমি দিশাহীন আমি নিদ্রাহীন কর্মহীন
- আমি পথ খুঁজছি ।
চার দেয়ালের মাঝে বন্দী
মনে হয় চোদ্দ শিকের জেলখানা
দম বন্ধ হয়ে আসে
প্রায় ওষ্ঠাগত প্রাণ।
গোধূলিতে চৈতি হাওয়া বয়ে যায়
সিধুর মেঘে আকাশ ছেয়ে গেছে
বাহ কি মনোরম দৃশ্য
আমি দিশাহীন আমি নিদ্রাহীন কর্মহীন
- আমি পথ খুঁজছি ।
আমি পথ খুঁজছি ।
এ শহর আর ভালো লাগে না
আশেপাশের মানুষগুলো যেন-
কেমন একটা হয়ে গেছে
বৃষ্টির রিমঝিম শব্দ কানে ভাসে না,
ভুলে গেছি কৃষ্ণচূড়া ফুলের রঙিলা রুপ।
চেনা পথের সন্ধান হারিয়ে ফেলেছি
হয়তো এ আমার আগামী বিভৎস দিনের ইঙ্গিত ।
আমি পথ খুঁজছি একটি পথের সন্ধানে
হয়তো এমনো হতে পারে নতুন জীবন আশায়
একটি পরিবার ,একটি সমাজ একটি বিশ্ব
আর একটু জীবন পরিতৃপ্তির সন্ধানে
আজ আমি বড়ই অসহায়- পিতৃহীন
এতিম বললেও ভুল হবে না ।
বাস্তবতার নিরিখে এ এক কঠিন জীবন
মর্ম বেদনার সামিল হওয়ার যেখানে কেউ নেই ।
শত সহস্র আশা নিরাশার মাঝে পথ চলা
-স্বপ্নভঙ্গের বেদনা এক বুক ব্যথা নিয়ে
গভীর রাত অবধি চোখের জলে -
বালিশ ভেজানো এখন নিত্যদিনের সঙ্গী ।
এ অধমের কেবা রাখে খোঁজ
-ব্যস্ততার শহরে
আমি পথ খুঁজছি পথের সন্ধানে ।।
রচনাকাল :: ১৬-০৬-২০২০
রাত :: ১২:২৬ মিনিট ।
সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো প্রিয় পাঠক পাঠিকাদের ::
https://www.youtube.com/channel/UCvCZf4AKKUccD6lDvrmCQ0Q?view_as=subscriber