আমি পরবাসে তোমার নিঃশ্বাসে
"রিপন রায়"
আমি পরবাসে তোমার নিঃশ্বাসে
আমি যে আর প্রাণ খুলে
হাসিতে পারিনা ।
ওগো বন্ধু আমার শুনতে কি পাও
আমি যে আর প্রাণ খুলে
কাদিতে পারিনা ।।
শ্রী-নদীর বুকে ওই
পড়েছে চাঁদের ছায়া
কলিজায় দাগ লেগেছে
করেছো যে কি মায়া।
পূবালী বাতাসে বন্ধু তোমার আশে
আঁখি ঝরে নদী বয়ে যায় ।
ওগো বন্ধু আমার শুনতে কি পাও
আমি যে আর প্রাণ খুলে
হাসিতে পারিনা
আমি যে আর প্রাণ খুলে
কাদিতে পারিনা ।
কি লাভ হবে বলো
কলঙ্কের ভয় পেয়ে
যা ছিল মোর সবই তো
গেছো তার সবই নিয়ে ।
রিপনের আজ হলো কি
মরণ দিল ফাঁকি
আঁধারে আলোর দিশা না পাই
ওগো বন্ধু আমার শুনতে কি পাও
আমি যে আর প্রাণ খুলে
হাসিতে পারিনা
আমি যে আর প্রাণ খুলে
কাদিতে পারিনা ।
রচনা কাল: ০৬/০৯/২০১৯