আজ জেনেছি আমি আজ বুঝেছি
মেনেছি তোমার রুপের মায়া
মন বলে তোমার ছিল সুন্দর মন
কেন মেশালে কালো ছায়া।
তুমি বোঝনা কেন বোঝনা
তোমার লাগি কাঁদে আমার মন।।
এই বৃষ্টি ভেজা রাতে
দেখেছি যত স্বপ্ন
তোমার চোখে চোখ রেখে।
আকাশ ছুতে চেয়েছি
তুমি আমি দুজনে
ভালোবাসার রঙ মেখে
তুমি বুঝলেনা কেন বুঝলেনা
তোমার লাগি কাঁন্দে আমার হিয়া।।
অামি হয়ে গেছি শেষ
তাতে নেই কোনো দুঃখ
দেবোনা কোনো অভিযোগ।
এইতো বেশ অাছি আমি
তোমার দেওয়া সুখে হায়
করবোনা কোনো অনুযোগ
সেযে ভুলে গেছে সুখের ঘোরে
ভুলে গেছে অামায় আমার প্রিয়া।।
রচনাকাল : ১৭/০৩/২০১৯
রচনার সময় : ১০ : ৪৯ মিনিট (রাত) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :১৮/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।