কেমন আছিস বলনারে
আজ তুই!
কেমন আছিস? সুখে না কি দুঃখে !
যেমন আছে তোর
কাজল ভ্রমর চোখ।
কোমরজোড়া কেশ
পূর্ণিমা চাঁদ মুখ।
নদী ভরা জল
করে কল কল
তোর হাতের পরশে ।
যেমন আছে বালি হাঁসগুলি
করে গলাগলি
পরম প্রেমের আবেশে ।
বলনারে কেমন আছিস তুই
সোনা পাখি আমার
বলনা আমায় একবার
কেমন আছিস দূর পরবাসে
ভেঙে দিয়ে এই অন্তর।
শাপলার জলে শাপলা ফোটে
ফোটে পদ্ম ফুল
কলঙ্কের ভয় না করেও শেষে
আমায় বুঝলি ভুল ।
রচনাকাল : ১৩/০৩/২০১৯
প্রকাশকাল : ২৯/০৭/২০১৯ > যশোর বেজপাড়া।
রচনার সময় :(১০:৩০)মিনিট >যশোর বেজপাড়া।