এক চিলতে সিধুর
রিপন রায়
তুমি যখন আঠারো পেরিয়ে
নবজৌবনা প্রিয়ভাসিনী
গাছে গাছে ফোটে কৃষ্ণচূড়া
ঘরের কোণে লাজুক লজ্জাবতী
আলতো ভাবে মেখে থাকা-
শিশির স্নাত স্নিগ্ধ সকাল।
আমি তখন প্রায় চল্লিশ ছুঁই ছুঁই
উর্ধগগনে দীর্ঘশ্বাস ফেলে চেয়ে থাকা
তখন আমি এক চাতক পাখি
কুঞ্জ বনে লাল টুকটুকে ফুলে গাথি মালা।
আমি তখন স্বপ্নচারিনী ঊষার লগনে
তোমার কপালে লাল টুকটুকে
দেখি এক চিলতে সিধুর ।
রচনাকাল : ০৮/১১/২০১৯