আগের মতো বসন্ত আসে না
           রিপন রায়

ওগো বন্ধু যদি আর একবার
ফিরে চাও,
যদি ফিরে চাও আর একবার
দেখতে পাবে তুমি,
দেখতে পাবে এই আমাকে ।
দেখতে পাবে তুমি আমার
চোখের পাতায় পাতায়
কাজলের রেখা একে গেছে ।
আমিতো নেই সেই তোমার
আগের মতন।
ওগো বন্ধু যদি আর একবার
ফিরে চাও ,
দেখতে পাবে কোনো একদিন
ঘন বরষায় অন্ধকারে
পথের সাথে পথের দলে
ক্লান্তিহীন পথ হাঁটছি ।
জীবনের সব রং চলে গেছে
পাখিদের ডানার সাথে
লক্ষ লক্ষ মাইল ধরে
সমুদ্রের সাথে মিশে ।
আগের মতন বসন্ত আসে না
পূবালী বাতাসে ভাসেনা প্রিয়ের সুর।
যদি ফিরে চাও আরও একবার
দেখতে পাবে তুমি
বস্তুত এসেছে তোমার
আমি হাড় ভাঙা শীতে
কতকাল ঘুম নেই চোখে
বাতাসে নেই তোমার গায়ের ঘ্রাণ।

রচনাকাল:৩১/০৭/২০১৯