ওরে ওরা আঁধারের পশু
বাংলা আর বাঙালির নাশু
আমার দেশের মানুষ
করেছে যাদের আমানুষ
গড়েছে আলবদর রাজাকার
ওরা টিক্কাখান ইয়াহিয়ার। ।
ওরা করেছে জুলুম
বাংলার মজলুম
বাঙালি করেনি নতি স্বীকার
ভীরু নয় সাহসী সন্তান বাংলার। ।
ওরা করেছে গুলি
রাঙালো সবুজ শ্যামলী
এই বাংলার বুকে।
ওরে মায়ের কোলখানি
ওরা করেছে খালি-জানি
ওরা মরবে ধুকে ধুকে। ।
রচনাকালঃ 29/01/2013
প্রকাশকালঃ