প্রেমেতে পুড়ে গিয়ে কে শুনায় নূতন শায়েরী,
            প্রেমের বন্যায় ভেসে গেল সব সত্যি বলছি মাইরি !
    হৃদয়ে উঠলে প্রেম মানে না কোন বাঁধা,
            সেই প্রেমে সাড়া দিয়ে দৌড়ায় আয়ানের রাধা !!
    প্রেম আর বিরহে মনে জাগে কত সুখ,
            বিরহের নাগপাশে ভরে থাকে সদা দুঃখ।

    
    তবু চাই আরো প্রেম্‌ আরো ভালবাসা,
            রাগ অনুরাগে ভাই দেখতে লাগে খাসা !
    চাই চাই করলেও পাবে নাতো প্রেম,
            টাকা দিয়ে চাইলেও জিতবেনা গেম !
    সবাই মিলে বলবে তখন শেম শেম শেম।


    প্রেম হীন জীবন নাহি ভালবাসি,
            না থাকবে বীণ, না বাজবে বাঁশি !
    সবশেষে বলি প্রেম, রতন ধন পায়ো-
            নূতন চিন্তায় নূতন ভাবনায় তাঁরে ধরা দিও।।