শুনশুন বাবু মশাই শুন দিয়া মন,
                    ঢপের চপের কথা আজ করি বর্ণন !
    ঢপ বাবাজীরা চপের দোকান করে হেথা হোথা,
                    ছ্যাঁক ছোক হচ্ছে ভাজা, পাবে যতা তথা !
    ঢপ খেল দিল্লী বাসি-দুবার খেয়েও হয়না বাসি,
                     মুখে তাদের সদাই হাসি;দেখতে এসব ভালবাসি !
    রোজভ্যালি থেকে সারদা কত রকমের চপ,
                      খেয়ে খাইয়ে সমান তৃপ্তি দিচ্ছে দেখ ঢপ।
    চপ খাইয়ে বৈতরণী গেল পার হয়ে,
                       কিংকর্তব্য-বিমুঢ় জনগণ ভাবছে কি করে !


    চপের কথা লিখে বলে হবে নাতো শেষ;
                       কালো টাকা আসবে ফিরে- আসবে আচ্ছা দিন !!
    চপ খেয়ে তাই দেশবাসী হয়েছে ভাই ক্ষীণ,
                        ঢপের চপ হচ্ছে ভাজা উত্তর থেকে দক্ষিণ;
    পূর্বে পশ্চিমেও হবে ভাজা অপেক্ষায় যাবে দিন !
                        বিচারের বাণী নিভৃতে কাঁদে সবই পলিটিক্স,
    দেওয়া নেওয়া হয়েই আছে সবই আছে ফিক্স !!
                         এইখানে ঢপের বর্ণনা করিলাম শেষ,    
    চপ খেয়ে তাই জনগণ বল বেশ বেশ।।