স্রোতের উজানে সাঁতার কাটা
কষ্টসাধ্য ব্যাপার,
না জানি মানুষ কেন কাটতে থাকে
এমন ধারা সাঁতার !
প্রতিবাদের নামে রাঙিয়ে নেয়
লাল,সবুজ কিংবা হলুদে।
চোখ রাঙ্গানি, অত্যাচার
সব কিছু নীরবে সহ্য করে।
আগামি প্রজন্মকে রেখে যেতে চায়
উত্তরসূরি হিসাবে !
লড়াইয়ের ময়দানে যাতে
সেও শামিল হয়।
রক্তের মধ্য দিয়ে প্রতিবাদের ধ্বজা
এগিয়ে নিয়ে যেতে চায় !
সমাজের জঞ্জাল,আবর্জনাকে
ধুয়ে সাফ সুতরো করতে চায়।
আগামী প্রজন্ম যেন বুক ভরে
নিশ্বাস নিতে পারে।
হায়নাদের লোভ লিপ্সাকে
চিরতরে দূরে পাঠাতে পারে।
তাতে স্রোতের উজানে সাঁতার
কাটলে ক্ষতি কি ?