অমাবস্যার রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার,
    মাঝে মাঝে বাদুড়ের দানা ঝাপ্টাবার শব্দ !
    নিশাচর- দিনের সাথে অহি-নকুলের সম্পর্ক;
    দিনে ঘুম রাত্রে জাগরণ, রাতের জীবরা বুঝি সুখী !
    ট্র্যাফিক জ্যাম নেই,মিটিং,মিছিল নেই ।

    সহসা ঘুমটা ভেঙে গেল সোমনাথের
    দেখে এখনও দিন !
    মনে পড়ে যায় রাতে ডিউটির কথা,
    মানুষ এখন নিশাচর !
    পেটের তাড়নায় এ ভাবে করে কর্মে খায়,
    আইটি সেক্টরের চাকরি।
    তবে দুজনের শান্তি দু রকমের,
    যে যে ভাবে মানিয়ে নিয়েছে !
    অমাবস্যা,পূর্ণিমা,একাদশী
    ঝোলে ক্যালেন্ডাররের পাতায় !