বস্তিতে মারপিট চেচামেচি,
    রোজকার নামচা !
    হাড়জির জিরে শরীর,
    সব সময় ধুঁকছে !
    নুন আনতে পান্তা ফুরায়,
    অপুষ্টির শিকার !
    টিবি, প্লুরেসি,হাঁপানি
    বাতেতে পঙ্গু !

    মুখে সংকল্পের ছাপ,
    চোখে ভবিষ্যতের স্বপ্ন !
    যে পথ দিয়ে চলে,
    তা সাধারণের অগম্য !
    রাতে শুলে ভাঙা টালির
    মধ্য দিয়ে চাঁদ দেখা যায় !
    
    চাঁদের নরম আলোর সাথে বন্ধুত্ব,
    সূর্যের প্রখর তাপকে সহ্য করতে পারে না।
    যেমন পারে না বিত্তবানদের !
    হিটলার,মুসোলিনিদের রক্ত চক্ষুকে,
    উপেক্ষা করে এগিয়ে যায় !
    শহীদ হয়ে জীবনকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখায়।  
    এদের খবর কে রাখে ?