হারিয়ে গেছে যৌবনের ভূত,
ঘাড়ে চেপে যে স্বপ্ন দেখাত !
এখনও স্বপ্ন দেখে তবে ঘুমিয়ে,
স্বপ্ন দেখতে কার না ভাল লাগে ?
স্বপ্নের রাজকুমারী আর আসে না;
হয়ত বিয়ে হয়ে গেছে।
ব্যাচারা কল্কিঅবতার নূতন নূতন স্বপ্ন দেখবে !
আর তাতেই মজে থাকবে গ্যাঁজাখোরের মত।
যৌবন থেকে বার্ধক্যে পৌঁছে ধর্ম আলোচনায় ব্যাস্ত হবে !
যৌবনটাই যত নষ্টের গোঁড়া,নারী থেকে সুরা
কিম্বা রাজনীতি থেকে কূটনীতি সবেতেই সাবলীল !
বয়স বাড়ছে সময়ের ডাক শুনে,
মাঝে মধ্যই আঁতকে উঠছে !
কলিকালের কল্কিঅবতার।