পথ চলছি কখন দৌড়ে, কখন খুঁড়িয়ে
    রাস্তায় যা পাচ্ছি উল্টে পাল্টে দেখে ঝুলিতে পুরছি !
    প্রয়োজন নেই জেনেও,ছাড়তে ভয়।
    মাঝে মাঝে মনে হয়, ঝুলিটা যদি আরও বড় হত !
    পৃথিবীর রুপ,রস,গন্ধ সবটাই করায়ত্ত করতাম,
    কাউকে কিছু না দিয়ে !!
  
    যা দেখছি সব,সবের একান্ত মালিক হতাম !
    আঙ্গুলের ফাঁক গুলো যেন বন্ধ হয়ে যায়।
    হাত দিয়ে যেন জল না গলে !
    তবুও ছাড়তে হয়...... দিতে হয়............
    সব যদি সঙ্গে করে নিয়ে যেতে পারতাম...............

    নিজের অজান্তে আঙ্গুল ফাঁক হয়ে যায়,
    সেই চোয়ানি খেয়েই বেঁচে আছে জীব, জন্তু থেকে মানুষ !
    নূতন সৃষ্টির লোভ সম্বরণ করতে না পেরে।
    তাইতো আমরা মানুষ !!