রাত দিন পরিশ্রম করে বেড়াচ্ছে,
                            ঘামে ভেজা শরীর !
    অশক্ত হাতে হাতুড়ি চালাচ্ছে,
                            শুকিয়ে গেছে শরীর !
    বাড়ীতে বুড়ি মা,দুটি বাচ্ছা,
                             নিজেরা আছে দুজন।
    মাসের শেষে যা মাইনে;
                             যেন উষর জমিতে কয়েক ফোঁটা বৃষ্টি !
    পড়তে না পড়তে শুকিয়ে যায়,
                              জীবনটাকে টেনে হিঁচড়ে বেড়ানো।

    অনির্বাণের মনে হয়- আর না,
                              একটা হেস্তনেস্ত করতে হবে।  
    প্রশ্ন জাগে কার বিরুদ্ধে,
                              শত্রু কে ?
    সে অনেক চেষ্টা করেও বুঝতে পারে না,
                              দেখে একই অঙ্গে এত রুপ, অপরূপ অপরূপ !