ভালবাসি বলে কাছে আসি
কেন দাও ফিরিয়ে ?
মনের যত জ্বালা আছে
চাই নিতে জুড়িয়ে।
গ্রীষ্মের দাবদাহে অন্তরে বাহিরে
চারিদিকে ধূ ধূ তাই মন, তোমাকেই চায়রে !
কালো হয়ে এল আকাশ
ভিতরে বাহিরে বহিছে বাতাস।
মন বলে আজ আসবে তুমি
বহু দিনের বাদে,যদি হয় দেখা;
নূতন করে চাইতে শেখা
ভাবতে ভাবতে এলে তুমি,
স্নান করালে বনভূমি
মাটির সোঁদা গন্ধ এল নাকে।
এ কথাটা বলব বল কাকে ?
চুপি চুপি তোমায় বলি
এ গন্ধ চেনা অতি !
কোটি বছরের গায়ের গন্ধ
আসি যাই,আবার পাই;
যত দিন থাকবে পৃথিবী
মাটির কাছের মানুষ,মাটির পৃথিবী।
মাটিতেই তোমার খেলা
তুমি আছ বলে ধরণী বাঁচে !
তাইতো তোমাকে চাওয়া
নূতন করে পাব বলে, আবার কাছে যাওয়া।
( বরষার আয়োজন )