তোমার চোখে দেখেছি
ভরা বরষার রূপ,
শরীরে দেখেছি ভরা যৌবনের
দু কূল ছাপানো প্লাবন !
ভুরুতে দেখেছি পাচ্ছে শোভা
বিদ্যুতের ঝলকানি,
চুলেতে রয়েছে আরো
অমাবস্যার গাড় অন্ধকার !
ঠোঁটেতে দেখেছি পথ
হারাবার হাতছানি !
হাত দেখে আশ্বস্ত হই
দেখাও- বরাভয় মুদ্রা,
নখেতে দেখেছি বরষার বকের
ঘরে ফেরার ছবি !
পায়েতে দেখেছি দৃড়তা বজ্রসম
গাছের দাঁড়িয়ে থাকার মত !
মোহমুগ্ধ বরষা রানী
যে যাই বলুক,
অন্তরে রয়েছ জুড়ে,
এইটুকু শুধু জানি !!
( বরষার আয়োজন )