তোমাকে আমার রোজ চাই
আরো বেশী বেশী করে চাই,
ঘুম থেকে উঠে চাই
পড়ার টেবিলে চাই !
শীতের আগমনে চাই
গ্রীষ্মের হাঁস ফাঁসে চাই,
কোকিলের কুহু ডাকের
সাথে বসন্তে চাই !
আনন্দে চাই বিষাদে চাই
মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ে চাই,
সবেতেই তোমাকে চাই
আরো বেশী করে !
খোয়াইয়ের ধারে কিম্বা ছাতিমতলায়
একান্তে পেতে চাই;
শেষের কবিতায় শোভনলালের লজ্জা ঢাকতে
সেই তোমাকেই চাই ............
লতার মত জড়িয়ে আছ জীবনে মরণে
তাই তোমাকেই চাই,
সুখে দুঃখে সবেতেই যেন
তোমাকেই পাই !
অন্ধকার রাতে তুমি আলোকবর্তিকা সম
মনের অন্ধকার ঘুচিয়ে দিয়ে
কবি প্রাণের প্রদীপ জ্বালো
আজি এ প্রণতি মম।।