ঈশ্বর করেছে সৃষ্টি
নারী আর পুরুষ,
সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে
এ কোন পুরুষ ?
হায়নার দল ঘুরে বেড়ায় যত্রতত্র
পেলেই যেন ছিঁড়ে খাবে রক্ত মাংস !
লকলকে জিহ্বা বের করে সে
পেতে চায় শিকার,
পেটে তাঁর খিদে মনে তাঁর জ্বালা
সমাজ এ দেখে বিবেক হারা !
সুযোগের সদব্যবহার করে,
জানিয়ে দেয় তাঁর স্বর্ণালি উপস্থিতি।
রাজনীতির রং মেখে,
অন্যকে মাখিয়ে কেল্লা করে ফতে।
দাপিয়ে বেড়ায় তাঁরা,
নির্বাক সমাজ, নির্বাক মানবধিকার !
প্রতিবাদ গর্জে ওঠে,
মোমবাতি হাতে রাস্তায় নামে মানুষ !!
মিডিয়ার দাপাদাপি,
আলো হাতে অন্ধকারকে দূর করার চেষ্টা !!!
সূর্য ওঠে,ছড়িয়ে দেয় সে তাঁর তাপ;
আবার রাত্রি আসে হারায় উত্তাপ !
পেটে আসে ভ্রুণ,
মা শান্ত নিষ্পাপ;
নূতন দিনের জন্য প্রতীক্ষা..................।