স্বাধীনতা কোথায় তুমি স্বাধীনতা কোথায়
ঘুষ দুর্নীতি মন্দ কাজে স্বাধীনতা কি সেথায় ?
স্বাধীনতার এত পড়েও যাচ্ছি স্বাধীনতা খুঁজতে
হাজার প্রজন্ম চলে যাবে কি স্বাধীনতাকে বুঝতে?
স্বাধীনতা খুঁজে নতুন প্রজন্ম পান্তা ইলিশের মাঝে
স্বাধীনতা খুঁজে দুর্নীতিবাজ ঘুষ লেনদেনের কাজে
স্বাধীনতা খুঁজে আম জনতা সাংস্কৃতির ধোঁয়ায়
স্বাধীনতা খুঁজে বৈশাখী মেলায় মুরি মুরকির মোয়ায়
স্বাধীনতা খুঁজে উলঙ্গ বাঙালি পোশাক পরিধানের তরে
স্বাধীনতা খুঁজে মন্দ নেতা গরিবের অন্যে পকেট ভরে
স্বাধীনতা খুঁজে সোনার ছেলেরা ফ্রি মিক্সিং আর আড্ডায়
স্বাধীনতা খুঁজে পতিতালয়ের কামপিপাসু নেতাদের ঠাট্টায়
স্বাধীনতা খুঁজে শিশু ধর্ষণে নারী নির্যাতনের মাঝে
স্বাধীনতা খুঁজে প্রেমিক পুরুষ ১৪ই ফেব্রুয়ারি সাঝে
স্বাধীনতা খুঁজে অসুস্থ জাতি নেশার ঘরে আর জুয়ায়
স্বাধীনতা খুঁজে নিষিদ্ধ প্রেমিক নিকোটিন আর ধোঁয়ায়
এই যদি তোদের স্বাধীনতা তবে জেনে রাখো জাতি
সবার ঘরে আলোর প্রদিব তোমার দেশে নিভে বাতি
স্বাধীনতার অর্থ যদি না জানো কখনো তুমি
পরাধীনতার হারাবে তুমি মোদের জন্মভূমি।