যদি বেকারের চোখে তুমি দেখো বিশ্ব
চারিদিকে হতাশা আর আহাজারি দৃশ্য
অভাবে টানাপোড়েন তিলে তিলে নিঃস্ব
এমনি করে হয়ে যায় অপরাধের শিষ্য
কঠিন বাস্তবতা মুখোমুখি হয় যে কভু তারা
জীবনের সংগ্রামের পথ তিলে তিলে হয় ছাড়া
জীবনের যুদ্ধে তারা তিলে তিলে মেনে নেয় হার
নিশংসভুবন তাদের দেয় না তো এক চুলও ছাড়
অভাবের নদী কভু হতে পারে না পার
তবুও টেনে যায় তারা হতাশার দ্বার
এমন শোষনে জীবন আর চলে না তো হায়
সমাজ জানি নেবে না ওদের অপরাধের দায়
নিঃসঙ্গ নিরাশায় পথে পথে তার আশা
যেখানে রাত্রি হয় সেখানেই হয় তার বাসা
এমন জীবন যদি তুমি কখনো কর পাড়
জীবনে যুদ্ধে তুমি কখনো মেনো না হার