গ্রীস্মের গরমে গাছে ফলে
হাজার রকম ফল
আম জাম কাঠাল লিচুর গ্রানে
মৌ,মৌ করে মৌমাছির দল
বর্ষার ভরা মৌসুমে
চারদিক থৈ থৈ করে জল
সেই জলেতে মৎস্য শিকার করে
হাজারো জেলে ভাইদের দল
শরৎকালের সাজে বাংলা
হাজার রকম কাশফুলের ভেলায়
শিশু-কিশোর মেতে উঠে
হাজার রকম আনন্দ খেলায়
হেমন্তকালে ব্যস্ত সময়
পার করছে চাষী
হাজারো কষ্ট পারে না নিতে
তাদের স্বপ্ন মাখা হাসি
শীতকালীন খেজুর রসের
সুমিষ্ট করে এই মন
শিশির দিয়ে ঢেকে থাকে
এই বাংলার প্রতিটি কোণ
বসন্তকালে কোকিল কন্ঠে
মুখরিত করে চরি দিক
ঝরা পাতার শব্দ যেন
প্রকৃতি হাসে ফিক ফিক