বিশ্ব মানবতা আজ ঘুমিয়ে
তারা দেখে না গাজায় ধ্বংসস্তুপ
শান্তি কি আর ফিরবে আল আকসায়
আরব নেতারাই রয়েছে চুপ

জাতিসংঘ আজ মানবতা
বলো দেখাবে কি করে  
তাদের আছে যত সদস্য
ওদের জন্ম পতিতার ঘরে

মুসলিম বিশ্ব জেগে ওঠো
থেকো না আর জায়নামাজে বসে
তোমার ভাইদের রক্ত মাংস
ইহুদীর আঘাতে পড়ছে খসে

ইহুদীদের রক্তে যদি মুসলিম
না মিটাও তোমার পিপাসা
আল্লাহর  তরে তোমার জবাব
হয়ে যাবে কভু ঝাপসা