আজব দেশে জন্ম আমার আজব নিয়ম কানুন
প্রবাতে শুনি অনেকে বলে চাঁদ ধরতে নেই বামুন
চাঁদ কি তাহার একা নাকি জানতে আমি চাই
চাঁদের জ্যোৎস্না সবার জন্য তা কি জানো ভাই
জ্ঞান বিদ্যা আজ পড়ে থাকে ফুটপাতে আর ধুলায়
পায়ের তলার জুতা আবার থাকে উপর তলায়
অসৎ মানুষ অসৎ উপায় কিনে অনেক নাম
যোগ্য লোকের অযোগ্য সম্মান পায় না কোন দাম
কি করে আজ বলবো বল ভাষা হারিয়ে যায়
টাকার কাছে সত্য আজও হাওয়ায় মিশে যায়
সত্য বললে তুমি তেত,মিথ্যার খুনসুটি
অসৎ মানুষ ইলিশের দামে কিনে নেয় পুঁটি
আজব দেশে আজব নিয়ম মানতে নাহি পারি
এই দেশেতে আমি আজ হয়েছি আনারি
এই দেশেরই এই নিয়ম হবে ধ্বংসের কারণ
দেশ জনতা সবাই মিলে করো ওদের বারণ।