দগ্ধ মনে জলন্ত অনলে পুড়ে আমি হইনি কভু শান্ত
অভাবের তরে  বিচরণ করে আজ আমি বড়ই ক্লান্ত
ভাঙ্গা হৃদয় খালি পকেট ক্লান্ত দেহ মোর অবসান
বহু প্রিয় মোরে বানিয়েছে কঠর বানিয়েছে শ্মশান

শত বার ফিরে আসি চেনা অচেনা লোকালয়ের ভিরে
আশার ডিঙ্গি মোর ফিরে না কভু মায়বী নদীর তিরে
শুনেছি বহু হৃদয়ের কান্না, অভাগির আত্ম চিৎকার
অভাবের তরে অসহায় হয়ে দিতে পারেনি হুংকার  

সমাজ যেন অসহায়ের মত আমাদের প্রতি নির্বিকার
উদাসিনতার উপরে সমাজ তাদেরকে জানাই ধিক্কার
এক মুঠো অন্ন যোগানে দেখছি কত টা যে হাহাকার
ধনিদের সম্পদ গরিবের প্রতি হয়ে যায় নিরাকার