আমি মহা প্রলয়ের বৈরী জলচ্ছাসে অসহায়ের ভাঙ্গনের নীড়
আমি বীর মহাবীর তীরন্দাজের ছোরা বিষাক্ত এক তীর
আমি কন্দন রত কম্পন হিয়ার ক্ষিপ্ত হিয়ার আঙ্গিনা
আমি প্রেমময়ীর মাঝে বিষাক্ত তীর হয়ে অবুঝ হৃদয় কে ভাঙ্গিনা
আমি সুপ্ত উদয়ে পূর্ব গগনের ফোটা, রক্তিম লাল সূর্য
আমি এতিমের পেটে রাক্ষসী খুঁদায় হয়ে যাই রণতুর্য
আমি শোষিত সমাজে হারিয়ে ফেলেছি স্বাধীনতার সংহার
আমি জীর্ণশীর্ণ দুস্থ মনে হারিয়েছি মৌলিকের উপসংহার
আমি মনুষ্য হৃদয়ে অবস্থানকারী জন্ম বৈকন্ঠ প্রাপ্তি
আমি শোষিত সমাজে হুঙ্কারের গর্জনে ফিরিয়ে আনি তৃপ্তি
আমি ঈগলের মতো শিকারি প্রখর নয়ন মনির দৃষ্টি
আমি সাম্যের গান গেয়ে ঝরাই কভু ভালোবাসার বৃষ্টি
আমি ছন্দিত নন্দের উন্মাদ পাগল ছন্দ করি সৃষ্টি
আমি দৃষ্টির অগোচরে লুকোচুরি সূচনা উল্লাসের দৃষ্টি
আমি প্রানো মন্ত্র মাতৃ প্রণয় আকাশ বাতাস জল মাটি
আমি সকলের তরে বঙ্গ স্বাধীনতা করতে চাই চিরো খাঁটি।