কতশত রজনী ভূলেছো কি স্বজনী
মধুর স্মৃতিতে ছিল নির্ঘুম রাত
হাজার বছর পেরিয়ে স্বর্গ সুখে বেরিয়ে
এক সাথে ছিলাম রেখে হাতে হাত
নির্ঘুম তারার পাশে একাকী জ্যোৎস্না হাসে
নিঃসঙ্গ জীবন দিলে আমায় উপহার
জীবনের প্রতিক্ষনে পরে যে তোমায় মনে
আমার জীবন যেন নয় সমাহার।
স্মৃতির ময়দানে কেবল তোমারই ছুটাছুটি
বুকের বা পাশে আছো তুমি নামক ব্যাথা
প্রনয়ের বোবা কান্না নিরব নিস্তব্ধতা
বলতে চায় শুধু তোমারই কথা।
তবু তুমি মনে অশ্রুসিক্ত নয়নে
আমার জীবন আজ নরক যন্ত্রনা
তুমি ছাড়া বলো কে দিবে আজ
মোর ভালোবাসার প্রেম শান্তনা