আমি নির্লজ্জতার চরম শিখরে বসে আছি মগ ডালে
আমার ভাইয়ের রক্তে রাঙ্গিলো স্বৈরাচারীর কালে
নেই প্রতিবাদ নেই খোঁজ তাই আমরাই আছি বেশ
যারাই করছে প্রতিবাদ তারাই হারাচ্ছে দেশ।

স্বাধীন,স্বাধীন বলে যারা আজ উন্নয়নের দিন
তাদের কাছে জানতে চাই এই বাংলা কি স্বাধীন?
পরাধীনতার শিকলে মোদের করিয়াছে  বন্দী
স্বৈরাচারী শাসক তাই করছে  নতুন ফন্দি

অপ দুর্নীতির বিরুদ্ধে তাই গড়ে তোলো প্রতিবাদ
উন্নয়নের অগ্রযাত্রায় কেনো ঘুষের নেই অপবাদ
সাধারণ মানুষ হয়ে আমি চেয়েছিলাম অধিকার
জনসমুদ্র জানালে তুমি আমি রাষ্ট্রোদ্রোহী রাজাকার

রক্ত দিয়ে লিখব আবার নতুন ভোরের নাম
সেইখানে আর থাকবে না কোন স্বৈরাচারীর নাম
থাকবেনা কোন মিছিল মিটিং রক্তে রাঙানো রাজপথ
থাকবে শুধু স্বর্গ সুখ আর উন্নয়নের জীবন রথ