আমি শিকড়ের টানে প্রকৃতির প্রাণে
মিশে যাবো গহিন অরণ্যে
আমি ছয় ঋতুতে হাসিয়া সাঝিয়া
বঙ্গ রূপে সাঝি তরুণ্যে
আমি প্রকৃতির প্রেম করি উপভোগ
সবুজ সমারোহ তরু
আমি প্রকৃতির আদর বুঝিয়াছি তখন
দেখেছি যখন মরু
আমি বিস্তৃত মাঠে হাওয়ার তালে
দেখেছি ঢেউ খেলানোর ছন্দ
আমি প্রকৃতি প্রেমে হারিয়ে গিয়ে
ভূলে যাই ভালো মন্দ
আমি ছন্দে ছন্দে তরু আনন্দে
প্রকৃতির আসনে বসি
আমি হারিয়ে গিয়ে প্রকৃতির মোহে
ভূলে যাই আপন দোষি
আমি শিশিরের বিন্দু কনা ঘাসের উপর
দেখছি হাওয়ায় যায় মিশে
প্রকৃতির হাওয়া লাগলে দেহে
মোর অন্তর হারায় দিশে