আমার মরচে পরা মস্তিষ্কে
ধূলোমাখা জীবন
আমার ব্যস্ততম হৃদপিন্ডে
নেই যে কেহ আপন
আমার ঘামে ভেজা শরীরে আজ
জমছে অনেক পোকা
আমি স্বার্থের কাছে স্বার্থহীন
হইনি কোন বোকা
আমার অগোছালো জীবন
আর এলোমেলো চুল
আমার শুষ্ক ত্বকে রুক্ষ চোখে
দৃষ্টিতে ছিল ভূল
আমার ছেঁড়া ফাঁকা জামা কাপর
কঁদা যুক্ত ময়লা
আমার ভূবন ভরা বহু মনবের
মনে জমছে কয়লা
হয়তো আমি ভুবন চোখে
তোমাদের কাছে পাগল
আমি কিন্তু কখনো করিনি
অসামাজিক গন্ডগোল