ব্যস্ত কোলাহল শহুরে জীবন
ছাড়ি আমি করবো মুক্তির যাপন
গহিন অরণ্য কে করে মন আপন
সদা আমি দেখব মুক্ত স্বপন
প্রতি ভোরে ভাঙবে পাখির শব্দে মোর ঘুম
পাতার শব্দে অরণ্য পরবে আনন্দের ধুম
নিশিতে নিস্তব্ধতা ঝিঝির শব্দে কভু কাটবে
গহীন অরণ্যে পাহাড়ি পথে নিঃসঙ্গতায় মন হাঁটবে
পাতার ফাঁকেতে দেখব সূর্য অস্তু যাবে ধীরে
আধার নিশিতে জোনাকি এসে আলো দিবে ঘিরে
আমি হারিয়ে যাবো সেই গহিনে নেই কোলাহোল
গহিন অরণ্য থাকবো আমি তাই মনে আনন্দ দোল
মোহনার বৃষ্টি ঝুমুর শব্দে রংবেরঙে বনফুল ফুটবে
সেই ফুলের ওই সুবাসে কভু মৌমাছির দল ছুটবে
সবুজ সমারহে বিস্মিতভূমিতে থাকবো আমি একা
আমি না নিলে কারো সঙ্গ প্রকৃতি দিবে সর্ব দেখা