মহাপ্রলয় মহাকাল কাঁপে
যাকে দেখিয়া অসিম তাহার গর্জনে
উচ্চ শির সে নাহি করে নত
অকালে মহ মায়া বর্জনে
থরো থরো থরো কম্পনে
নতজানু কভু অশুভ, তাহার পদতলে
বিশ্ব সৃষ্টি কাপিয়া দাপিয়া
অর্জনে বসিয়াছে সম্মানিতস্থলে
কভু সে স্বপ্ন করি রপ্ত
স্তব্ধ করে ত্যাগ করিয়া মায়া
হইয়া সে ঘূর্ণি করিয়া সব চূর্ণি
অশুভ করে শুভ, তাহার ছায়া
বিজইনি বিজয় মালা গাঁথি
কখনো দেখেছো কি তাহার নৃত্য
মহাপ্রলেয়র মহাকাল
আটকাতে পারেনি তাহার সীমারেখার বৃত্ত।
চিরো যৌবনের রক্ত কনায় তুমি,
অকর্তব্যের ধ্বংস যোগ্য কভু
গড়িয়া তুমি মনস্থানে আসন
হওনি কভু অত্যাচারি প্রভু।
মহাসংঙ্গীতের মত সহস্র সুরের খেলা
তহার মাঝে বিরাজমান
সে বীর বীর বীরত্বের মহা বীর
অন্যায় কারির নিরাশমান।