তোমারি প্রনয়ে দগ্ধ অনলে জ্বলছি আমি প্রতিদিন
অন্তঃকরণে রাখিয়া তোমায় ছাড়িবো ভূমি একদিন
প্রাণবন্তর প্রনয় মোর হিয়া সবই তো রেখেছো দখলে
তোমারই কথা ভেবে হাসিয়া বেড়াই উন্মাদ বলে সকলে
হিয়ার তরে মোর প্রনয়ের সৃষ্টি তোমারই অক্ষি দেখিয়া
আত্ম তৃপ্তিতে ভাসিয়া আমি তোমারই রুপে হই মরিয়া
তোমারই প্রণয়ে হারিয়ে গিয়ে মায়ার বাঁধনে গাঁথি
তোমারই যৌবন দাবানলে পুড়ে, হবো তোমারই সাথী
সকাল সন্ধ্যা খুঁজছি তোমায় কখনো বা কাজের ফাঁকে
শুনেছি আমি হারিয়েছো নাকি অন্য নদীর জীবন বাঁকে
হারিয়েছো দুর বহুদূর আমায় না নিয়ে একা
সত্যি বলছি নিশ্চয়ই পাবো পরকালে তোমার দেখা