ক্ষনিকের বিরহে প্রেম হোক
তবু মোর সার্বজনীন
হৃদয় ও গভীরে লুকিয়ে কেন
মোর হে প্রানের গুনিন
সদ্য ফোটা পাপড়ির মতন
তীক্ষ্ণ সুবাসে তোমারই হৃদয়
না পেলেও তোমার দেখা আমারই
প্রণয় কেন তোমারই সদয়
বিষাদের কালো মেঘে গ্রহণের গ্রাস
কেন আজ মনের রবি
তোমার বিরহে বিচ্ছিন্ন হৃদয়ে
হারিয়েছি আজ যেন সবি
আমার এ হৃদয়ে রক্তক্ষরণের লাল
তোমার ঐ সাজের মেহেদী
অনুতপ্ত সেই হৃদয়ে নিশ্চয়ই হবে
সেই বিবেকের কয়েদি