আমি ছলো, জলো,ঝড়ো উত্তালে
জীবন সমুদ্রের হার না মানা নাবিক
আমি উদ্দেশ্যহীন জীবন চলার পথে
হয়েছি যে কোন এক ক্লান্ত পথিক
আমি অভাবের ঘরে বিচরণ করে
দেখেছি যে মৃত্যু ক্ষুধার কাঁপন
আমি দুঃখের সাথে লড়াই করে
সুখকে পারেনি করতে আপন
আমি সংগ্রামী জীবনের পথযোদ্ধা হবো,
মানব সমাজের বৈষম্য
আমি যুদ্ধে নামি রক্ষা করতে মানব
সমাজের মানবতার ধর্ম
আমি সৃজনশীল সৃষ্টির কারিগর
মানব হৃদয়ে ভালোবাসার ছোঁয়া
আমি ধর্ম বর্ণ নির্বিশেষে অফুরন্ত
কোন এক ভালোবাসার ধোয়া
আমি জীবন চলার পথে অভাবের ঘরে
প্রতিশ্রুতির দেওয়া হাসি
আমি সুখ স্বাচ্ছন্দ্য ভরিয়ে দেওয়া
অভগার জীবন তাই আনন্দ স্রোতে ভাসি
আমি চলতে চলতে পথের ধারে
খুঁজে যাই মানব হৃদয়ে ভালোবাসা
আমি সকল হৃদয়ের তরে আহ্বানকারী
অসহায়ের প্রতি কাছে আসা