ছিন্নমনে দুস্ত শরীরে ভেবেছো স্বাধীনতা কি তার
খাদ্য  বস্ত্র চিকিৎসা হীন  ক্ষুধার্ত মানুষের হাহাকার।
জমিনে বিন্দুতে শুকাইয়া যায় গরিবের গায়ের ঘাম
চোখের জলে ভাসাইয়া পায়না তো বঙ্গমাতার দাম

সবার হাসির মাঝে লুকাইয়া থাকে গরিবের প্রতি ক্রোধ
গরিবের অন্ন ছিনাইয়া নাও গরিব নেয় না তো শোধ
অভাবের তরে গরিব মরে চোখে দেখি যদিও ঝাপসা
গরিবের অন্ন করে চুরি হও তুমি দিল দরদীর বাদশা

শপথ করে নেতা হও গরিবের ভাগ্য তুমি বদলাবে
সুদ ঘুষ দুর্নীতিতে কিভাবে নিজেকে শোধরাবে
দিবা স্বপ্ন দেখাও তুমি উন্নয়নে উন্নয়নে বদলাবে দেশ
উন্নয়নের অন্য ধারায় গরিব হারাচ্ছে সর্বশেষ।

দেশের মালিক দেশের জনগণ তারাই থাকছে দুঃখে
দেশের মন্ত্রী হয়েও চাকর তারাই থাকছে সুখে
উল্টো দেখি দেশের নিয়ম চাকর হয়ে যায় মালিক
কখন জানি শুনতে হয় কাক হয়ে যায় শালিক