কোটা সংস্কারের দাবিতে  চেয়েছিলাম  অধিকার
তাই তুমি বানিয়ে দিলে মোরে দেশদ্রোহী রাজাকার
অসহায় হয়ে বেকার ছেলে পথে পথে হাহাকার
কারণ তুমি ব্যর্থ সরকার রাক্ষস রাজ  স্বৈরাচার ।

সারা জীবন জ্ঞান আহরণে কি বা করব অর্জন
কোটা দিয়ে চাকরি দিয়ে, মেধা দিচ্ছো বিসর্জন
জ্ঞানশক্তি আর মেধা চাকরির বাজারে শূন্য
মেধা শিক্ষার নেই মূল্য তাই ঘুষের বাজার পরিপূর্ণ

জেগে ওঠো ছাত্রজনতা জাগিয়ে তোলা শিক্ষা
কোটা নিয়ে চাকরি দিলে মেধাবী করবে ভিক্ষা  
এই যদি হয় দেশের নীতি দেশ হবে মেধা শুন্য
মেধাশূন্য দেশ তাই  হতে পারবে না ধন্য