স্বাধীন বাংলার স্বাধীন নবাব করছে যখন শাসন
সবার তখন নজর ছিল নবাব সিরাজের উন্নয়ন
এই বাংলার কোন কিছু ছিল না তো অভাব
বাংলার উন্নয়নে কেন ব্রিটিশ শাসক অবাক।
মীরজাফর ছিল নবাব সিরাজের বিশ্বস্ত সকল
মীরজাফরের হাত ধরে ব্রিটিশ শাসক বাংলা নিল দখল
বাংলার ইতিহাসে মীরজাফর ঘৃণিত এক লোক
ভুলতে পারে নাই বাংলার মানুষ পরাধীনতার শোক
৫২ সালের ভাষা আন্দোলনে কত যে হলো রক্তক্ষয়ী
বীর বাঙালির আশা ছিল আমরাই হব জয়ী
৩০ লক্ষ শহীদ হারিয়ে জন্ম নিল বাংলাদেশ
আমরা সবাই সার্থক করব বাংলা মায়ের আদেশ