আমি ঘুরিয়াছি বিশ্ব জগত দেখিয়াছি বহু পর্বত হিমালয়
তবুও তোমার রূপে মজিয়াছি আমি পাহাড়ি কন্যা হে মালয়
উঁচু নিচু একে বেঁকে চলা পাহাড়ের রাস্তায় নিয়েছি তোমার পিছু
চাহনিতে যেন কেড়ে নিলে মোর মন প্রানো সব কিছু
দৃষ্টি জুড়ানো মেঘবরণ কেশ তার চলনে বেজে ওঠে নূপুর
নয়ন রুপে তার মমতা ভরা দেখেছি কোন এক দুপুর
ঝরো ঝরো পাহাড়ি ঝর্নার পাশে বসিয়া ছিলে একা
তব মর তরু মনে তৃষ্ণা মিটিলো পেয়ে মালয় তোমার দেখা
অশান্ত হয়ে দেখিয়া তোমায় কি করিব হায়
স্বর্গেরও অপ্সরা চোখে ভাসে এ কি কভু ভাবা যায়
তোমায় দেখিয়া থর থর করিয়া হৃদয় কম্পন যায় বাড়িয়া
রূপের যাদুতে কভু তুমি যে, নিলা মোরে কারিয়া