সময়ের সাথে দ্বন্দ্ব আমার
সময়ের সাথে আড়ি
সময় শেষ হলে তোমার
ওই পাড়েতে দিবে পারি
সময়ের শিকলে বাধা আমি
সময়ের কাছে বন্ধি
আপন গতিতে সময় চলে
হয় না কারো সন্ধি
সময়কে বলি একটু থামো
তবু সময় চলে যায়
সময় থাকতে আপন কর
যে পারো যা চায়
সময়কে আমরা আপন ভাবি
কভু সময় হয় পন
সময় তোমার আপন হবে
তবে সুযোগ যতক্ষণ
সময় কখনো বেদনার হবে,
হবে কখনো সুখের
অতীত সময় আঁকড়ে ধরলে
জীবন হবে দুখের